সাপাহারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
"সুস্থ দেহ সুস্থ মন' জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ক্রিকেট ও ভলিবল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয় আল হালাল ইসলামী একাডেমি এন্ড কলেজ। সহ বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে বিজয়ী হয়।
উক্ত ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবিরের সভাপতিত্বে অন্যান্য মধ্যে একাডেমিক সুপারভাইজার নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালা নিম্ব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলার সকল শরীর চর্চা শিক্ষকগণ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।