সৈয়দপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় স্টেডিয়াম মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর - ই- আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।
এ সমাপণী ও পুরস্কার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল- বিন- নাজির, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শেখ মো. একরামুল হক, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন শাহ্, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বকার, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামসুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারী বসুনিয়া।
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেট বল, টেবিল টেনিস ছাত্র ও ছাত্রী গ্রæপে এবং অ্যাথলেটিকসের ৪৯টি ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে গত ৩০ জানুয়ারি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর - ই- আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।