পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিন পদের প্রার্থীর বিরুদ্ধে আপত্তি দাখিল
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিন পদের প্রার্থীর বিরুদ্ধে আপত্তি দাখিল করা হয়েছে । নির্বাচনী তপশীল মোতাবেক মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ছিল প্রার্থীদের আপত্তি দাখিলের দিন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আপত্তি দাখিলের দিনে পার্বতীপুর বাস টার্মিনালে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সভাপতি পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সাদো তাঁর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মোঃ আতাউর রহমানের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন। তিনি বলেন, সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য এবং একই সাথে দিনাজপুর জেলা পাম্প ও জ্বালানি তেল মালিক গ্রুপের সদস্য। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ অনুসারে সদস্য হওয়ার সময় প্রার্থী ঘোষণা করতে হয় এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ অনুসারে কোন সদস্য একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারেনা । আর এই ধারায় বাংলাদেশ শ্রম বিধিমালা ২০০৬ এর ১৯৩ মোতাবেক একই সময়ে কোন মালিক অথবা কোন শ্রমিক এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে না । অপর আর এক ধারায় বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এবং ১৬৭ এর ২ ধারা মোতাবেক লিখিত পদত্যাগ ব্যতীত কেহ অন্য ইউনিয়নের সদস্য হতে পারবে না বলে তিনি আপত্তি দাখিল করেন ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ কাজী শামসুজ্জোহা তাঁর প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ফজলুল হক ভূঁইয়া ও মোঃ আবু বকর সিদ্দিক বাবলু এর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন। তিনি বলেন,ফজলুল হক ভূঁইয়া ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন রাজ ১৩৮৯ বাড়াবাড়ী ঘাট শাহজাদপুর সিরাজগঞ্জের ২২৬ নং সদস্য। আবার তিনি রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ অনুসারে কোন সদস্য একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারেনা এবং বাংলাদেশ শ্রম ও বিধিমালা ২০১৫ এর ১৫৯ এর এক ধারা মোতাবেক চাকুরী বা সদস্যত্ব সময় ছয় মাসের কম নহে এমন প্রাপ্তবয়স্ক শ্রমিক হলে প্রার্থী হতে পারবে না । একই ধারা অনুসারে চাকরি বা সদস্যত্ব অনূন্য তিন মাস হইতেছে এমন শ্রমিক ভোটার হতে পারবে না। অপরদিকে একই ধারা উল্লেখ করে অর্থ সম্পাদক পদপ্রার্থী মোঃ কাজী নেওয়াজ পারভেজ তাঁর প্রতিদ্বন্দ্বী অর্থ সম্পাদক প্রার্থী মোঃ আব্দুল্লাহ সরকারের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন।
এ ব্যাপারে মতামত ব্যক্ত করতে গিয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ বলেন,এই সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক দাখিলকৃত আপত্তি যাচাই বাছাই করে যথাসময়ে ফলাফল জানানো হবে। আগামী ২২ ফেব্রুয়ারি পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।