পার্বতীপুর উপজেলা যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন ভিএসও রংপুর বিভাগের ভিএসও বাংলাদেশ যুব ফোরামের আয়োজনে স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।
রংপুরে ভিএসও বাংলাদেশের সহযোগীতায় জাতীয় যুব ফোরাম রংপুর বিভাগের আয়োজনে ২০২৪ সালের সেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর পর্যটন মোটেলের সেমিনার কক্ষে এ অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।
ভিএসও এর প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন,রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক জিলুফা সুলতানা,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক আমির আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রউফ।
বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠকদের অ্যাওয়ার্ড ও বেষ্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিগন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা ও কুড়িগ্রাম জেলা যুব ফোরাম সংগঠনের প্রিয় মুখ অনন্যা খাতুন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হন।
রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবকগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ও সাফল্যমন্ডিত হয়।