দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে উন্নীত করতে মেধাবীদের ভূমিকা অপরিসীম- রেজাউল করিম বাদশা

দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে উন্নীত করতে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরাই জাতির ভবিষ্যত। তাই জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী অর্জন করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এলে সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে মাঝিড়া মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ কথা বলেন। প্রতিষ্টানের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের সভাপতিত্বে ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)আব্দুল হালিম দুদু ও জিয়াউল হকের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাের্শেদ মিল্টন, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সস্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি। বক্তব্য শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে বেলা ১১ টার দিকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল নাইম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনেয়ারা।