সৈয়দপুরে সরকারি খাদ্য গুদামে এক কেজি আমন ধানও সংগ্রহ হয়নি

নীলফামারীর সৈয়দপুরে গত আড়াই মাসে এক কেজি আমন ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য অধিদপ্তর। গত ১৭ নভেম্বর শুরু হয়েছে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ অভিযান। আর আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এ ধান-চাল সংগ্রহ অভিযান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সরকারিভাবে উপজেলায় দুই হাজার ২৬৩ মেট্টিক টন চাল এবং ৫৪১ মেট্টিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। সরকারিভাবে প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৩ টাকা এবং প্রতি কেজি চালের ক্রয়মূল্য ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চাল ক্রয়ের জন্য উপজেলার ১৫টি মিল মালিকের মধ্যে ১৪টির মিল মালিকের সঙ্গে চুক্তি করা হয়। এদের মধ্যে আটটি হাসকিং মিল ও ৭টি অটোরাইস মিল রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারিভাবে চাল সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫৯৬ মেট্টিক টন। যদিও সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজার ২৬৩ মেট্টিক টন। আর ৫৪১ মেট্টিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এক কেজি ধানও সংগৃহীত হয়নি। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক রুবেল বলেন, বর্তমানে ধান-চালের বাজার মূল্য সরকারিভাবে ক্রয়মূল্য অনেক বেশি। তাছাড়া সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে নানা রকম হয়রানির শিকার হতে হয়। ধানের সর্বোচ্চ আর্দ্রতা ১৪ শতাংশ ছাড়া সরকারি খাদ্য গুদামে ধান গ্রহন করে না। ফলে একজন সাধারণ কৃষকের পক্ষে ওই মান বজায় রাখা সম্ভব হয় না। এরপর আছে পরিবহন খরচ,অনলাইন নিবন্ধন ও ব্যাংকের মাধ্যমে ধানের মুল্য উত্তোলন বিভিন্ন রকম ঝুঁকিঝামেলা। আর ধান ব্যবসায়ীরা সাধারণত
কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থে ধান কিনে নিয়ে যান। তাই কৃষকরা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করতে বেশি স্বাচ্ছন্দ্যরোধ করেন।
সৈয়দপুর মিল মালিক সমিতির সাধারণ সম্পদক রেজাউল করিম রেজু জানান, বর্তমানে আমন ধান ও চালের বাজারমূল্য অনেক বেশি। তারপরও শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে লোকসান দিয়ে হলেও সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে হচ্ছে মিল মালিকদের।
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জিয়াউল হক শাহ জানান, বর্তমানে আমন ধানের বাজারমূল্যের চেয়ে সরকারি ক্রয়মূল্য কম হওয়ার
কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ দেখায়নি।