সৈয়দপুর তাঁতীদলের কর্মী সভায় উপজেলা আহবায়ক কমিটি গঠন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী তাঁতী দলের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা তাঁতীদলের এক কর্মী সভায় ওই আহবায়ক কমিটি গঠন করা হয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার।
সৈয়দপুরের রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন কর্মী সভাটি উদ্বোধন করেন। তাঁতীদল সৈয়দপুর জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আনিছ আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা
বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।
জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, জেলা স্বেচ্ছাসেবক
দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক আশরাফুল আলম, কিশোরগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব রহিদুল ইসলাম
প্রমুখ।
শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিতে সৈয়দপুর উপজেলা তাঁতীদলের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. সাইফুল ইসলামকে আহবায়ক এবং মো. আলম বাদশাকে সদস্য সচিব ও জয় ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক
করা হয়।
এছাড়াও কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন যথাক্রমে মো. রাকিব ইসলাম, মো. আজিজুল ইসলাম মো. হাফিজুল ইসলাম, মো. আকাশ ইসলাম। কর্মী সভার প্রধান ও বিশেষ অতিথি সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।