বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল মতিন মন্ডল, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম লাবু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুরুল ইসলাম পলাশ, সাইমুম ইসলাম, হাসানুজ্জামান পলাশ, সামন, রাজু, কাঞ্চন, মিলন, আশা, আলমগীর তুহিন, ছাত্রদল নেতা সোয়েব মুহাম্মদ অভি, সৈয়দ নাহিদ, আরিফিন, আলী আরমান সিহাব, শিশির, মারুফ প্রমুখ।