আদমদীঘিতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন যুবদলের আয়োজনে কয়েকশ দুঃস্থ ও আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের সরদার মার্কেট চত্বরে যুবদল নেতা কারমান আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুর হক রুমান, শিহাব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক সিজার হোসেন, যুবদল নেতা আবুল বাসার বাবলু ও সোহেল রানা প্রমুখ।