প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২৩:১১

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য হলেন সৈয়দপুরের শেখ রোবায়েতুর রহমান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য হলেন সৈয়দপুরের শেখ রোবায়েতুর রহমান

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের কার্যকরী পরিষদের সদস্য পদ লাভ করেছেন সংগঠনটির সৈয়দপুর শাখার সহ- সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন গত ৬, ৭, ৮ ফেব্রুয়ারি ঢাকাস্থ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে গত ৮ ফেব্রুয়ারি উদীচীর কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিতে উদীচী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়তুর রহমান রোবায়েতকে উদীচী কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। শেখ রোবায়েতুর রহমান রোবায়েত উদীচী সৈয়দপুর শাখার সহ-সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক গিফট্ধসঢ়; ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার এবং রংপুর বেতারের একজন নিয়মিত শিল্পী। সেই সঙ্গে সৈয়দপুর শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি।

এদিকে, রোবায়েতুর রহমান রোবায়েত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য পদে নির্বাচিত হওয়ায় উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার প্রধান উপদেষ্টা নীলফামাীর বিশিষ্ট আইনজীবী বাবু তুষার কান্তি রায়, সৈয়দপুর শিল্প সাহিত্য সংদের সভাপতি ম, আ, শামীম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু এবং সভাপতি জান্নাতুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক কুমার অপু বিশ^াস তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উপরে