অপারেশন ডেভিল হান্টের মধ্যে গ্রেপ্তার ১৩০৮

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার মধ্যে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ‘ডেভিল হান্ট অপারেশনে’ যৌথ বাহিনী কতজনকে গ্রেপ্তার করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেননি তিনি।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের মধ্যে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে, সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে।
একই বিষয়ে রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও সেই তথ্য জানাতে পারেননি।
তবে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলছেন, এটি তাদের নিয়মিত গ্রেপ্তারের সংখ্যা। বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে শনিবার সন্ধ্যার পর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে যৌথ বাহিনী। শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর ‘অপারেশনের’ চালানোর ঘোষণা দেয় সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেই অভিযান শুরু হয়েছে। আর যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ ততক্ষণ চলবে।”