জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দল বগুড়া জেলা কমিটি গঠন

রোববার (১৬ মার্চ) রাতে শহরের কলোনী চিটাগাং নূর মোটেলে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দল বগুড়া জেলা শাখা গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের রাজশাহী বিভাগীয় সভাপতি ডাঃ মোঃ সহিদুর রহমান। সংগঠনটির বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মোস্তফা আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ মুনজুরুল আলম লিটন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ ফিরোজ মাহমুদ।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হয়েছে ডাঃ মোঃ শাহানূর রহমান। নবগঠিত জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।