গাবতলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও অসহায় মানুষের মাঝে বিএনপি নেতা ভিপি সাইফুলের ছাগল বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা, আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ ইফতার মাহফিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে গাবতলীর বাগবাড়ি এসইউ ফাজিল মাদ্রাসা মাঠে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন আমিন তালুকদার, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, ফজলুল হক উজ্জল, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, মাহমুদ শরীফ মিঠু, জাহেরুল ইসলাম, জোবায়েদ রহমান প্রিন্স, রুনু, নয়ন, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজাউদ্দিন, হাসানুজ্জামান পলাশ, সোহেল রানা সুমন, আতিকুল হোসেন বিপুল, সুলতান আহমেদ, শহিদুল ইসলাম, আল আমিন কিসু, খোরশেদ আলম, হাফিজার রহমান খোকন, নোমান, আবু হানিফ, নূর মোহাম্মদ রাঙ্গা, শিমুল ইসলাম জকি, ছাত্রনেতা মুন, অভি, সৈয়দ নাহিদ, মাহমুদুল হাসান মোহন, আরিফিন প্রমুখ।
প্রধান অতিথি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম হামলা, মামলা চালিয়ে। আমরা রাজপথে থেকে আওয়ামীলীগের সকাল অন্যায়ের প্রতিবাদ করেছি। নতুন রাজনৈতিক দলের যদি কোন অতীত সরকারের লোকজনকে আশ্রয় দেওয়া হয় তাদেরকে আমরা প্রতিহত করব।আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। তারেক রহমান বলেছেন এই জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে, যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন না হয়। আমরা দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। অনুষ্ঠানে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান আত্মার মাগফেরাত কামনা করেন।