পোরশায় সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃংখলা ও চোরাচালান, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অপরদিকে, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।