পার্বতীপুরে ছাত্রশিবিরের উদ্যোগে বদর যুদ্ধের তাৎপর্য,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং ১৭ রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার যশাই উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও আমবাড়ি শাখার সভাপতি নাঈম বিল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর যুদ্ধের তাৎপর্য ও মাহে রমজান সম্পর্কে কুরআন হাদীস থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারী আবু সায়েম শাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিন এর সভাপতি মোঃ সাজেদুর রহমান সাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মুন্না,মোমিনপুর ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি মোঃ তাসনিম আহমাদ তাওহীদ,ওয়ার্ড জামায়াত সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন, ছাত্রশিবির আমবাড়ি শাখার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি আবু সায়েম শাহ। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ওয়ার্ড জামায়াত এর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম ও ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ফিরোজ শাহ। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্র শিবিরের তিন শতাধিক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।