সৈয়দপুরে ছয় বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

নীলফামারীর সৈয়দপুর শহরে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী ধর্ষণের চেষ্টাকারী নুর আমিনকে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন। গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক পৌণে ছয়টার দিকে শহরের হাওয়ালদার পাড়ার ব্রিজের পাশের এলাকায় ওই ঘটনাটি ঘটে।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বাড়াইশালপাড়ার (মুন্সিপাড়া) মৃত. আকবর আলীর ছেলে নুর আমিন। সে শহরের হাওয়ালদার পাড়ার ব্রিজ পাশে ভাড়া বাসায় থেকে রিকশা চালাতো। ঘটনার দিন গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক ৬টার দিকে প্রতিবেশি ছয় বছরের ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দিয়ে ভাড়া বাসায় নিয়ে যায়। এর পর সেখানে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আর এ বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে নুর আমিনের ভাড়া বাসায় গিয়ে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে নুর আমিনের ভাড়া বাসার ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে শিশুটিকে উদ্ধার করেন।
এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টাকারী লম্পট নুর আমিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় শিশুটির বাবা আরমান আলী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর আমিনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামী নুর আমিনকে গতকাল বুধবার নীলফামারীতে আদালতে সোপর্দ করা হয়েছে।