নন্দীগ্রামে সূর্যমুখী চাষে কৃষকের হাসি

বগুড়ার নন্দীগ্রামে অনাবাদি ৫০ শতক জমিতে সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে বগুড়া নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের কৃষক ওমর ফারুক। ফুলের হলুদের সমারোহ, শন শন বাতাসে দোল খাচ্ছে ওমর ফারুকের দৃষ্টিনন্দন সূর্যমুখীর অনাবাদি ৫০ শতক জমি। অনাবাদি ৫০শতক জমিতে সূর্যমুখি চাষ করে তাক লাগিয়ে দিয়েছে কৃষক ওমর ফারুক। এই প্রথম কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি তার অনাবাদি ৫০ শতক জমিতে ২কেজি সূর্যমুখির চাষ করে অল্প খরচে বেশি লাভের স্বপ্ন দেখছে। কৃষক ওমর ফারুক জানায়, দীর্ঘদিন ধরে আমার ৫০ শতক জমি অনাবাদি পড়েছিল ধান হচ্ছিলো না। ভাবছিলাম ৫০ শতক এই পতিত অনাবাদি জমিতে কি চাষ করলে একটু লাভবান হওয়া যাবে। ছুটে গেলাম উপজেলা কৃষি অফিসে । যোগাযোগ করলাম উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত ভাইয়ের সাথে। তিনি আমাকে পরামর্শ দেন সূর্যমুখী চাষাবাদ করার।
তার পরামর্শ অনুযায়ী ২কেজি সূর্যমুখী বীজ কিনে ৫০ শতক জমিতে বপন করি, চাষাবাদ থেকে সব মিলিয়ে আমার খরচ হয় ৫ হাজার টাকার মত। এখন আশা করছি ৫০ শতক জমি থেকে আমি ২০ হাজার টাকার মত বীজ বিক্রয় করতে পারব। উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ওমর ফারুক ভাইয়ের ৫০ শতক অনাবাদি জমি পড়েছিল। তিনি কোন কূলকিনারা না পেয়ে কৃষি অফিসে ছুটে আসে আমি তাকে সূর্যমুখী চাষের পরামর্শ প্রদান করি। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ওমর ফারুক সূর্যমুখী চাষ করে। কিছুদিন পর ওমর ফারুক ফল সংগ্রহ শুরু করবেন। আশা করছি তিনি বীজ বিক্রয় করে অনেকটা লাভবান হবেন।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, সূর্যমুখী অনেক লাভ জনক ফসল অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়। নন্দীগ্রামের চাষীরা সূর্যমুখী চাষে অনেক আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের কৃষক ভাই ওমর ফারুক তার ৫০ শতক অনাবাদি জমিতে সূর্যমুখী চাষ করেছে আশা করছি তিনি সূর্যমুখী চাষে অনেকটা লাভবান হবে।