হিলি সীমান্তে বিজিবি-বিএসএফকে মিষ্টি উপহার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অসীম কুমার মারাক। ভারতের বিএসএফ প্রতিরাম ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত শর্মা ও ১৫১ ব্যাটালিয়নের ইনস্পেকটর (কম্পারি কমান্ডার) অতুল প্রসাদের হাতে ৪ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তাদের পক্ষথেকেও বিজিবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজির পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েব সুবেদার আবুল কালাম ও নায়েব সুবেদকর এনামূল হক হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু'বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি আশা করি।

মোসলেম উদ্দিন দিনাজপুর প্রতিনিধি