পঞ্চগড়ে টিসিবির পণ্য বিক্রি

পঞ্চগড়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদে এ পণ্য বিক্রি করা হয়। তবে টিসিবি বিতরণকারী ডিলারকে উপস্থিত পাওয়া যায়নি। তবে ডিলারের প্রতিনিধি শাহাদাত বলেন,
প্রত্যেক সুবিধা ভোগী চিনি ১কেজি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে ২ কেজি ১২০, সয়াবিন তেল ১০০ টাকা লিটার দরে ২ লিটার ২০০ টাকা, ছোলা (বুট) ১ কেজি ৬০ টাকা, চাল ৩০ টাকা কেজি দরে ৫ কেজি ১৫০ টাকা । সব মিলিয়ে মোট ৬০০ টাকা দিয়ে প্রত্যেক স্মার্ট কার্ড ধারী এই পণ্য কিনতে পারবে। মাগুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, মাগুড়া ইউনিয়নে এবার ১০২৪ টি স্মার্টকার্ডধারী ভর্তুকি মূল্যে এই পণ্য কিনতে পারবেন।