পার্বতীপুরে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জানকে গন সংবর্ধনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজামান কে গন সংবধর্না দেয়া হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে পার্বতীপুরের বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গন সংবর্ধনা দেওয়া হয়।
ব্যারিস্টার একেএম কামরুজামানের গন সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি,পার্বতীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম,পার্বতীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক মানজুর রশিদ, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ন সদস্য সচিব মমিনুল ইসলাম (ডাক্তার),রামপুর ইউপির সাবেক চেযারম্যান সাহাদাত হোসেন সাদো,পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল,কৃষকদল, শ্রমিকদল, তাতিদল,ছাত্রদলের নেতা কর্মীরা।
বক্তারা আগামী দিনে দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী একেএম কামরুজ্জানের হাতকে শক্তিশালী করতে এবং এই আসন আগামীতে কি ভাবে ফেরত আনা যায় সে জন্য সকল সদস্যদের কে ঐক্যমত হতে আহবান জানান । গন সংবর্ধনায় বক্তৃতাকালে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ভয় ভীতির উর্দ্ধে থেকে সকলকে কাজ করার আহবান জানান।