বিগত সময়ে কাহালু-নন্দীগ্রাম মানুষের গায়ে একটু ফুলের আঁচর লাগতে দেইনি: হরিবাসরে মোশারফ

আমরা সবাই মিলে এক সাথে বাংলাদেশে শান্তির পরশ দিতে পারি, আমরা হিন্দু মুসলমান সকলে ভাই ভাই সকলে একি সঙ্গে মিলে মিশে আগামীর কিছু বাস্তবায়ন করতে চাই, বিগত দিনে দুঃসময় থেকে বিএনপি আপনাদের পাশে থেকেছে, আপনারা যখন যেভাবে আমাকে ডেকেছেন আমি মোশারফ আপনাদের পাশে ছুটে এসেছি,বিগত সময়ে কাহালু-নন্দীগ্রাম মানুষের গায়ে একটু ফুলের আঁচর লাগতে দেইনি। আল্লাহ যদি আমাকে আবারো সম্মান দেয় কথা দিয়ে যাচ্ছি সবচেয়ে বেশি উন্নয়ন ১নং বুড়ইল ইউনিয়নে হবে ইনশাআল্লাহ। ৫ই এপ্রিল শনিবার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবন পাড়া রাধা গোবিন্দ মন্দিরের হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
দাসগ্রাম বৃন্দাবন পাড়া রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি শচীন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রতাবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কাহালু বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।