পার্বতীপুর উপজেলা সহ দিনাজপুর জেলার ৮ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

দেশের উত্তরাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলা সহ দিনাজপুর জেলার ৮টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে। বুধবার (৯ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে,পরিবেশ অধিদপ্তরের দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর সদর,চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে পরিচালনা করায় ৮ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে সর্ব মোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দু'টি ইটভাটার আগুন নিভিয়ে ও কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়াও আরো ২ টি বন্ধ ইটভাটার বিদ্যুতের লাইন বিচ্ছন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন,পরিবেশ অধিদপ্তর, দিনাজপুরের পরিদর্শক প্রভাতি রানী,পরিবেশ অধিদপ্তর,দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ RAB-13,জেলা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনা করে যে সব ইটভাটাকে জরিমানা করা হয়,তার মধ্যে রয়েছে,এস.আর.বি ব্রিকস, সদর,দিনাজপুর,এ.বি.ব্রিকস,বসন্তপুর,চিরিরবন্দর ,আর.এস ব্রিকস, কারেন্টের হাট, চিরিরবন্দর,নিউ আর.এস ব্রিকস,ঘুঘুরাতলী, চিরিরবন্দর,এস.কে ব্রিকস, মাস্টারপাড়া, চিরিরবন্দর,এস এইচ বি ব্রিকস,মেলারডাঙ্গা, পার্বতীপুর,এস আর বি-২, রঘুনাথপুর, পার্বতীপুর ও এম.এস.বি ব্রিকস,ডাঙ্গারপাড়া,পার্বতীপুর।