বগুড়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাজাসহ গ্রেফতার-২

বগুড়ায় ১১ই এপ্রিল জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ১০ কেজি মাদক দ্রব্য গাঁজা ও মাদক দ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায় যে, বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১০ কেজি মাদক দ্রব্য গাঁজা ও মাদক দ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত ১০ই এপ্রিল বৃহস্পতিবার ২টা ৩০ মিনিটের সময় বগুড়া সদর থানা এলাকার মাটিডালি বিমান মোড় হতে মাহাথীর হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময়ে উক্ত নাটোর জেলা সদরের চক শ্রীমান্তপুর গ্রামের মৃত সোহবান খাঁ'র ছেলে আসামী সোহেল খাঁ (৪৪) এবং একই থানা জেলার দক্ষিণ বড় গাছা গ্রামের মৃত আবুল হাসেম এর ছেলে শাজাহান আলী (৫৪) দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হইতে সর্বমোট ১০ কেজি মাদক দ্রব্য গাঁজা ও মাদক দ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার উদ্ধার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।