কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
_1.jpg)
পহেলা বৈশাখ-১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব, উপজেলা নির্বাহী অফিসারের সহর্ধমিনী ও বেড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুশরাত কবির, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস সাহিদ খান, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।