নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির বাংলা নববর্ষ উদযাপন

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করেছে নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা। হাসিনার পতন হওয়ায় দীর্ঘ ১৬ বছর পরে নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা এযেন এক ভিন্ন রকমের বাংলা নববর্ষ উদযাপন করলো। সকালের পান্তা ভাত সহ গরু গাড়ি, ঘোড়া গাড়ি, ঢাক ঢোল বাজনা এছাড়াও ছিল ভিন্ন রকমের এক আয়োজন। দীর্ঘ ১৬ বছর পর প্রায় দুই হাজারের অধিক নেতাকর্মীদের নিয়ে মনমুগ্ধকর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করতে দেখা গেছে নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীদের। (১৪ এপ্রিল) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃতে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি নেতা শ্রী-সুশান্ত কুমার শান্ত , জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল্লা বাকি, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ,পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।