কাহালুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুরঞ্জিত (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুরঞ্জিত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ উত্তরপাড়ার মুরদহ নদী গ্রামের সুরেশ চন্দের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে কাহালু পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৎস্যচাষী শহিদুল ইসলাম লিজ নেওয়া একই উপজেলার কালাই ইউনিয়নের উতড়া ঈদগাহ সংলগ্ন পুকুরে মাছ ধরতে যায় সুরঞ্জিত ও তার সহকর্মীরা। মাছ ধরার সময় বৈদ্যুতিক মোটরের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সুরঞ্জিত। তার সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯