কাহালু উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৬৯ ব্যাচের ১ম পুনর্মিলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে কাহালু উচ্চ বিদ্যালয়ের ১৯৬৯ সালের এস এস সি ২৩ তম ব্যাচের প্রাক্তন ছাত্রদের ১ম পুনর্মিলন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি করেন এস এস সি ৬৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের ১ম পুনর্মিলন কমিটির সভাপতি ও শাহাজাদপুর উপজেলা কমপ্লেক্র এর অবসরপ্রাপ্ত আবাসিক মেডিকেল আফিসার ডাঃ মো. খালেকুজ্জামান খালেক।
উক্ত র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.জাহাঙ্গীর আলম মাষ্টার,অত্র কমিটির সদস্য সচিব ও চিনিকলের অবসরপ্রাপ্ত পরিচালক মো. আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আব্দুস সামাদ, আবুল হোসেন, মোজাহার আলী, জালাল উদ্দিন মন্ডল, আবু বক্কর,নুরে আলম, হারুনুর রশিদ,আফছার আলী, নফিজ উদ্দিন, খোরশেদ আলম, মন্টু, আব্দুল লতিফ সহ অন্যান্য প্রাক্তন ছাত্রবৃন্দ।