সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে একটি ব্রিজের এক্সপানসন জয়েন্টের মেরামত কাজের জন্য ওই মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর থেকে আগামী সোমবার (২১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত সকল রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে। নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী সড়কের বিভাগাধীন সৈয়দপুর-পার্বতীপুর (জেড-৫০১১) জেলা মহাসড়কের ৪র্থ কিলোমিটারে চৌমুহনীবাজার নামক স্থানে চৌমুহনী ব্রিজের এক্সপানসন জয়েন্ট মেরামত কাজ চলমান রয়েছে। তাই এ কাজ নির্বিঘ্ন ও নিরাপদ করতে উল্লিখিত কয়েকদিন অর্থাৎ ১৭ এপ্রিল দুপুর দুইটা থেকে ২১ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত ওই ব্রিজের ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ কারণে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা-বগুড়া- গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট-ফুলবাড়ি, পার্র্বতীপুর - সৈয়দপুর সড়কের পরিবর্তে ঢাকা-বগুড়া- রংপুর- সৈয়দপুর সড়ক ব্যবহার করা যেতে পারে।
স্থানীয় পর্যায়ে চলাচলের ক্ষেত্রে রিকশা/অটোরিকশায় চলাচলকারী যাত্রীগণ সেতুর এক প্রান্তে নেমে সেতুর ফুটপাথের ওপর দিয়ে পার হয়ে অন্য প্রান্তে কোন যানবাহন বেছে নিতে পারেন।
সড়ক বিভাগের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জরুরী মেরামত কাজের স্বার্থে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ।