সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে স্কুলে আসা-যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় বখাটে কর্তৃক এক বৃদ্ধকে বেদম মারপিটে আহত ও গুরুতর জখম করা অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. আজাদ মিয়া নিজে বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই বখাটে ইয়াসিন আরাফাত ও মো. নিরব এর নাম উল্লেখপূর্বক অজ্ঞামনামা ২/৩ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু গতকাল শুক্রবার বিকেলে (সাড়ে চারটা) এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ এ নিয়ে কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে বাদী অভিযোগ করেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া মো. আজাদ মিয়ার মেয়ে (১৪)। সে শহরের একটি অভিজাত স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করছে। ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেম ও ভালবাসা নিবেদনসহ নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার ইয়াসিন আরাফাত (২১) নামের এক বখাটে। সে একই এলাকার মো. কাশিম আলীর ছেলে। বখাটে ইয়াসিন আরাফাতে প্রস্তাবে সাড়া দিলে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করাসহ বড় ধরনের ক্ষতি সাধণের হুমকি-ধমকি দিয়ে আসছিল। আর স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করার বিষয়টি ওই ছাত্রী তাঁর বাবা ও পরিবারের সদস্যদের অবহিত করে। পরবর্তীতে উত্তক্ত্যের শিকার স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি বখাটে ইয়াসিন আরাফাতের পরিবারের লোকজনকে অবগত করাসহ উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বাঁধা নিষেধ করা হয়। কিন্তু তারপরও বখাটে ইয়াসিন আরাফাত ওই স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করা থেকে বিরত হয়নি।
এ অবস্থায় ঘটনার দিন গত শুক্রবার (১৭ এপ্রিল) বখাটে ইয়াসিন আরাফাত সঙ্গীয় কয়েকজনকে নিয়ে আবারও স্কুলে যাওয়ার আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এতে স্কুল ছাত্রী অনেকটা নিরূপায় হয়ে ওই দিনের ঘটনাটি তাঁর দাদা বৃদ্ধ মো. সাহাজাদ মিয়াকে বলে। পরবর্তীতে ওই দিন বিকেল আনুমানিক ৫টার দিকে স্কুল ছাত্রীর দাদা বৃদ্ধ সাহাজাদ মিয়া তাদের বাড়ি সংলগ্ন এলাকায় জনৈক মাহাতাব উদ্দিনের মুদি দোকানের সামনে বখাটে ইয়াসিন আরাফাতকে দেখতে পান। এ সময় তাঁর নাতনি স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত না করার জন্য আরাফাতকে নিষেধ করেন তিনি। আর এতেই বখাটে ইয়াসিন আরাফাত ওই বৃদ্ধের ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর সে জনৈক মো. নিরবসহ অজ্ঞাতনামা ২/৩জনকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধের ওপর চড়াও হয়। সেখানে তারা ওই বৃদ্ধকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করাসহ লোহার রড দিয়ে আঘাত করে। এতে বৃদ্ধ সাহাজাদ মিয়া তাঁর নাকের ডান পাশে চোখের নিচে গুরুতর জখমপ্রাপ্ত হন।
এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তার ওপর পড়ে যান। পরবর্তীতে তাঁর ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. আজাদ মিয়া নিজে বাদী হয়ে শুক্রবার রাতেই বখাটে ইয়াসিন আরাফাত ও মো. নিরব এর নাম উল্লেখপূর্বক অজ্ঞামনামা ২/৩ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্তসাপেক্ষে দ্রæত প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।