কাহালুতে সফল চাষী প্রকল্পের স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
.jpg)
সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউজ এর আয়োজনে “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার-ভিত্তিক সহিংসতা হ্রাস” সফল চাষী প্রকল্পের স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন লাইট হাউজ এর নির্বাহি প্রধান মো. হারুনুর রশিদ।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, উপজেলা আইসিটি অফিসার শাহরিয়ার ছিদ্দিক, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, কাহালু সদর ইউ পির প্যালেন চেয়ারম্যান আব্দুর রহিম ঠান্ডু, লাল তীর সিড্স এর আঞ্চলিক ম্যানেজার রেজাউল করিম, লাইট হাউজ এর সফল চাষী প্রকল্পের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, প্রশিক্ষক রাশেদুল হাসান, কল সেন্টার ম্যানেজার ছালমা খাতুন সহ ৫০ জন ন্বেচ্ছাসেবক ও কৃষকবৃন্দ। সমন্বয় সভা শেষে লাইট হাউজ এর উদ্যোগে ৫০ জন ন্বেচ্ছাসেবকের মাঝে ৫০টি ট্যাব প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।