বিএনএফ এর সহযোগিতায় অসহায় দুঃস্থ নারীদের গাভী বিতরণ করে পেসড

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড) এর উদ্যোগে অসহায় দুঃস্থ নারীদের মাঝে গাভী বিতরণ করা হয়। মঙ্গলবার বগুড়া সদর উপজেলা কার্যালয়ে পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুনের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। নারীর ক্ষমতায়নে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত। একটি গাভী শুধুমাত্র একটি পশু নয়, এটি একটি পরিবারের আর্থিক মুক্তির হাতিয়ার হতে পারে। পেসড এবং বিএনএফ-এর এই মহতী প্রয়াস দুঃস্থ নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এমন উদ্যোগকে উৎসাহিত করি। দেশের গরিব-দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে বিএনএফ ও পেসড এর যে দীর্ঘ ও বলিষ্ঠ ভূমিকা রয়েছে তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতীয়মান হয়ে উঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার ইউএনও মোঃ আব্দুল ওয়াজেদ। তিনি বলেন, এই কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং এটি আমাদের সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে চলার একটি সেতুবন্ধন। গাভী প্রদান কর্মসূচির মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং পরিবারে ও সমাজে আরও দৃঢ় অবস্থান তৈরি করতে পারবেন। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসেই টেকসই উন্নয়ন সম্ভব। পেসড-এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন বলেন, আমরা বিশ্বাস করি, সহায়তা নয় বরং সক্ষমতা তৈরিই টেকসই উন্নয়নের চাবিকাঠি। এই প্রকল্পের মাধ্যমে ৭ জন অসহায় নারী একটি নতুন জীবনের পথে যাত্রা শুরু করবেন। গাভী পালনের মাধ্যমে তারা শুধু নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করবেন না, বরং পরিবারের ভবিষ্যতকেও গড়ে তুলতে সক্ষম হবেন। গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ প্রতিষ্ঠা, নারীর ভাগ্য উন্নয়ন, দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে সেবা কার্যক্রম বিতরণে বিএনএফ তার সহযোগী এনজিওদের মাধ্যমে নিরলস ভূমিকা রেখে চলেছে। বিএনএফ তার কর্ম উদ্দীপনায় প্রমাণ করেছে সরকারি প্রতিষ্ঠান হয়েও সেবাব্রতী প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে দাঁড়ালে আস্থা ও ভালোবাসায় যে কর্মচাঞ্চল্য তৈরি হয় তা দেশ, সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিরা খান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরাফাত সুলতানা তিথি, সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, খাদ্য প্রকৌশলী হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম হামিদ, টিআইও শামছুন নাহার শিউলি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, মথুরা সমাজ কল্যান পরিষদের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান জাহিদ, পেসড এর কার্য নির্বাহী সদস্য আজাহার আলী, জনপ্রতিনিধি সহ সরকারী বেসরকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পেসড এর কো-অর্ডিনেটর রবিউল ইসলাম নীরব। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা ৭ন দুঃস্থ নারীকে গাভী বিতরণ করেন।