বগুড়া জেলা ছাত্র সংসদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর উদ্যোগে বিকাল ৫ টায় জেলা কার্যালয়ে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর সভাপতি বায়েজিদ রহমান ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয় ভৌমিক।
আলোচনার সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় আলোচনা করেন, বগুড়া জেলা সংসদের সভাপতি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি,আজিজুল হক কলেজের সাবেক নির্বাচিত জিএস কমরেড আমিনুল ফরিদ, কৃষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, দিন বদলের মঞ্চ,বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান,জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, কোষাধ্যক্ষ রাকিব হাসান এবং সাংস্কৃতিক ইউনিয়ন নেতা শিশির কুমার রায় প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, "আলোচনা সভায় বক্তারা বলেন, “লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আগামী ২৬ এপ্রিল ৭৩তম বর্ষ পূর্ণ করবে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৈষম্যহীন একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির জন্য লড়াই অব্যাহত রেখেছে। ৫৪ বছরে বাংলাদেশ পা রাখলেও যে বৈষম্যহীন একটি সমাজের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো সরকারই বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, পারেনি একটি বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে,পারেনি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে তাই তো ২৪ এ এসেও জনগন একটি ফ্যাসিবাদী সরকারকে ৬৯, ৯০ এর গনঅভ্যত্থানের চেয়েও তীব্রভাবে উৎখাত করেছে। এ সকল আন্দোলনে ছাত্র ইউনিয়ন এর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।'
বক্তারা আরো বলেন, "ছাত্র ইউনিয়ন তার জন্ম থেকেই দেশের মানুষের মুক্তির প্রশ্নে, শিক্ষার অধিকার আদায়ের প্রশ্নে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে কিন্তু কখনো আদর্শের প্রশ্নে আপসনামা লেখেনি। সমাজ পরিবর্তনকামী লাখো লাখো স্বপ্নবাজ বিপ্লবীর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ দেশের মানুষের মুক্তি-সংগ্রামে, অধিকার আদায়ের লড়াইয়ে তার জন্মলগ্ন থেকেই নিবেদিতপ্রাণ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
উক্ত আলোচনা সভা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং কুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানো হয়।