শাজাহানপুরে অগ্রণী ব্যাংক ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা
.jpg)
বগুড়ার শাজাহানপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড নয়মাইল হাট শাখার বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মোঃ সোহেল রানা বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় নয়মাইল বণিক সমিতি আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নয়মাইল বণিক সমিতি সভাপতি আবুল বাশার।
বণিক সমিতি এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু'র সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন,সেলফ পয়েন্ট পরিচালক দেলোয়ার হোসেন,যমুনা গ্যাস কোম্পানি জিএম জাহাঙ্গীর আলম,আল খায়ের হজ্ব গ্রুপে পরিচালক আলহাজ্ব আবুল খায়ের,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী,যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা তমেজ হাজী,শহিদুল ইসলাম,তোরাব হোসেন,আব্দুল আলিম,প্রমুখ।
অনুষ্ঠানে মেসার্স মন্ডল ট্রেডার্স ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় নয়মাইল ব্যবসায়ী দেলোয়ার হাজী,আরিফুল ইসলাম,জহুরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ বণিক সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রহক সদস্যরা উপস্থিত ছিলেন।