সৈয়দপুরে আওয়ামী লীগসহ স্বেচ্ছাসেবক লীগের ৫ জন গ্রেফতার

জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সহিংস সৃষ্টি, হামলা ও বিএনপি অফিস ভাংচুরের মামলায় চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত দু’দিনে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
আসামীরা হলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফিরোজ (৪৮), আওয়ামী লীগ কর্মী জমসেদ আলী (৩৮), মো. জীবন (২০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওন (৩৮) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সহ সম্পাদক মো. সাদেকুজ্জামান মানিক (৪০)। এ সব আসামীরা মামলা দায়ের পর থেকে আত্মগোপনে ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদে গত মঙ্গলবার রাতে শহরের কুন্দল এলাকায় অভিযান চালায় পুলিশ । এ সময় মামলার আসামী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফিরোজকে তার বাড়ি থেকে আটক করা হয়। পৃথক অপর দুই অভিযানে শহরের রসুলপুর এলাকায় আওয়ামী লীগ কর্মী মো. জীবনকে এবং সাহেবপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ কর্মী জমসেদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে জীবন গত বছরের ৩১ আগস্ট সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলুর দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামী। অপরদিকে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়ের করা মামলায় ফরহাদ এবং জমসেদ সন্ধিগ্ধ আসামী। এ মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ নূর ইসলাম। দুই মামলায় আসামীদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি, নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল একই অভিযোগে সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওনকে (৩৫) গ্রেফতার করা হয়। তাকে শহরের সুলতান
নগর এলাকার ড্রীমপ্লাস হোটেলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। সে গত বছর ৩১ আগস্ট দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিরা সকলেই মামলার এজাহারভূক্ত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।