সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে অনলাইনে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু

নীলফামারীর সৈয়দপুরে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের জন্য অনলাইনে কৃষক নিবন্ধন শুরু করা হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে কৃষকের অ্যাপের মাধ্যমে ওই কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ (২৪ এপ্রিল) থেকে। যা চলবে চলতি বছরের আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। এবারে সরকারিভাবে সৈয়দপুর উপজেলায় ৫৫৩ মেট্রিক টন ধান এবং ৫ হাজার ৮৪৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবারে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দর নির্ধারন করা হয়। যদিও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। তবে শুধুমাত্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।
সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপদিত বোরো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে। তবে কৃষকদের সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রির জন্য অনলাইনে কৃষক নিবন্ধন করতে হবে। তাই গতকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রির জন্য কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সব শ্রেণির কৃষকেরা নিজেরাই কৃষকের অ্যাপের মাধ্যমে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ফোন ও কৃষি কার্ডের নম্বর দিয়ে অনলাইনে কৃষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অবশ্য এ জন্য প্রথমে কৃষকদের নিজের অ্যান্ড্রয়েড ফোন সেটে কৃষকের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। কৃষকেরা নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট কিংবা যে কোন কম্পিউটার দোকান থেকে অনলাইনে ওই কৃষক নিবন্ধন কার্যক্রম করতে পারবেন। কৃষকদের অনলাইনে কৃষক নিবন্ধন সম্পন্ন হলে তারা তাদের মুঠোফোনে একটি নিশ্চিত ম্যাসেজ পাবেন।
এদিকে, চলতি বোরো মৌসুমে স্থানীয় মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের জন্য সরকারের সঙ্গে কোন রকম চুক্তি সম্পাদন হয়নি। তবে শিগগিরই মিল মালিকদের সঙ্গে খাদ্য বিভাগের চাল সংগ্রহের জন্য একটি চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় মোট চাল মিল রয়েছে ১৩টি। এর মধ্যে অটো চাল মিল ছয়টি এবং হাসকিং চাল মিল সাতটি।
সৈয়দপুর উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,এলএসডি) মো. মাহমুদুজ্জামান বলেন, কৃষকের অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন খুবই সহজ একটি প্রক্রিয়াটি। কৃষকেরা ঘরে বসে কৃষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তবে খুব শিগগিরই এ বিষয়টি নিয়ে তাদের দপ্তর থেকে কৃষকদের অবহিত করতে মাইকে প্রচার-প্রচারণা চালানো বলে বলে জানান তিনি।