সেন্ট পলস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে সেন্ট পলস কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শহরের নতুন বাবুপাড়া এলাকায় অবস্থিত স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক এম আর আলম ঝন্টু।বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ম. আ শামীম ও নির্বাহী কমিটির সদস্য শফিউল ইসলাম রঞ্জু। স্কুলের প্রধান শিক্ষক জসপীনা রায় ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক স্টিসি এনি বিশ্বাস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বার্ষিক বিজয়ী প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।