সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুব লীগের সাবেক আহবায়ক কাজী মনোয়ার হোসেন হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের কাজীপাড়া হঠাৎ বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সূত্র জানায়, শহরের উল্লিখিত এলাকায় অবস্থান করছেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাবেক আহবায়ক কাজী মনোয়ার হোসেন হায়দার এমন খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ সেখানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেরে সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাবেক আহবায়ক কাজী মনোয়ার হোসেন হায়দার (৫৬) সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁর পিছনে ধাওয়া করে তাঁকে আটক করেন পুলিশ সদস্যরা। পরে গেল বছরের ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে ভাংচুর ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।