বগুড়ায় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার

বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে বগুড়া পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নিউরন এডুকেয়ারের সহযোগিতায় এই সেমিনারে উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা প্রাপ্তিতে হাতছানি দেয়া নানা সম্ভাবনার দাঁড়গুলোর সাথে শিক্ষার্থীদের পরিচিতি করানো হয়।
পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এ সময় তিনি বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে পুন্ড্র বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে ভরসার একটি নাম হয়ে উঠেছে। তারা স্বপ্ন দেখছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখবে। সেই লক্ষ্যে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তারা যোগাযোগ করে পারস্পরিক চুক্তির প্রক্রিয়া করে যাচ্ছেন। স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নিশ্চিতে তারা দ্রুততম সময়ে স্বনামধন্য প্রতিষ্ঠান নিউরন এডুকেয়ারের সাথেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমঞ্চে নিজেদেরকে সকলের কাছে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারে সেই স্বপ্ন পূরণে যা যা করণীয় সব কিছুই তারা করবেন।
এসময় নিউরন এডুকেয়ারের চেয়ারম্যান আশরাপুল আলম শামীম বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের অনেকগুলো দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সাথে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সেতুবন্ধনের কাজ করে যাচ্ছেন। তারা প্রত্যাশা করেন উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার শিক্ষার্থীরাও তাদের মেধা ও দক্ষতার প্রদর্শন করতে পারবেন সারা বিশ্বের বিভিন্ন মঞ্চে যা দেশের জন্যেও হবে গৌরবের। শামীম বলেন, সারা বিশ্বে অসংখ্য সম্ভাবনাময় সুযোগ হাতছানি দিলেও শুধুমাত্র তথ্য ও সঠিক যোগাযোগের অভাবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রাপ্তিতে বঞ্চিত হন যা অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকেই নিউরন এডুকেয়ার পরিবার সমন্বয় সাধন করতে চান যা তারা সুদীর্ঘ বছর ধরে সারাদেশে সুনামের সাথে করে আসছেন।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশকালে বলেন, রাজনৈতিক বৈষম্যে বগুড়ায় কোন সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন না হলেও তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে পেয়েছেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়। এখান থেকে নিজেদের তৈরি করে নিয়ে উন্নত দেশগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা তাদের মেধার স্বাক্ষর রাখতে চান। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে উজ্জ্বল করতে চান বাংলাদেশ ও উত্তরবঙ্গের নাম। উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে নিউরন এডুকেয়ারসহ বিভিন্ন প্লাটফর্মের সাথে তাদের বিশ্ববিদ্যালয় যে যোগাযোগ স্থাপন করে দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য আয়েশা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সুজন শাহ-ই ফজলুল, ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আব্দুল করিম।
সার্বিক আয়োজন প্রসঙ্গে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, যেকোন কাজ বা উদ্যোগে তারা সবসময় ফলাফলে বিশ্বাস করেন। শুধু প্রাতিষ্ঠানিক সনদপত্রের জন্য নয় তাদের প্রতিষ্ঠানে তারা চেষ্টা করে যাচ্ছেন আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদানের। সেই লক্ষ্যে তারা বিশ্বাস করেন তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদেরকে মেলে ধরবেন আর সেই সুযোগ তারাই সৃষ্টি করে দিতে চান।