সৈয়দপুরে এটলাস কসমেটিকস্ এর রোড ডিভাইডার স্থাপন
নীলফামারীর সৈয়দপুর শহরে সকল প্রকার যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ যানজট নিরসনে রোড ডিভাইডার বক্স স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগকে এটলাস কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে দেয়া প্লাস্টিকের দশটি রোড ডিভাইডার বক্স বসানো হয়।
বেলা ১১ টায় শহরের পাঁচমাথা মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে তিনটি রোড ডিভাইডার বক্স স্থাপনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর- ই আলম সিদ্দিকী।
এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মাহফুজার আলম ও আমিনুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট সাদেকুর রহমান সুজন, এটলাস কসমেটিকস্ লিমিটেডের সৈয়দপুর ডিপো ম্যানেজার মফিজ খান, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার জাহিদ আলম, রাসেল ও আরজু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এটলাস কসমেটিকস লিমিটেডের প্রতিনিধি জাহিদ আলম বলেন, সৈয়দপুর হচ্ছে বাণিজ্যিক প্রধান ব্যস্ততম শহর। এখানে যানবাহন চালকরা ট্রাাফিক আইন না মানায় সার্বক্ষণিক যানজট লেগে থাকছে। যা সামলাতে ট্রাফিক পুলিশ বিভাগকে রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ যানজট নিরসনে রোড ডিভাইডার বক্স দেওয়া খুব জরুরী ছিল। এ অবস্থায় বিষয়টি নজরে আসে এটলাস কসমেটিকস লিমিটেড কর্তৃপক্ষের। ফলে সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগকে দশটি রোড ডিভাইডার হস্তান্তর করা হয়।
সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মো. মাহফুজার আলম বলেন, উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শহর। রোড ডিভাইডার স্থাপনে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, শহরের যানজট নিরসনে যা যা করণীয় সব করা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: