সৈয়দপুরে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ি থেকে মাহমুদ (৪৮) নামের দুই সন্তানের জনক এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৭ এপ্রিল) সকালে শহরের সাহেবপাড়া আমিন মোড়ের লিচু বাগান এলাকা একটি বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত. আব্দুল্লাহর ছেলে মাহমুদ। সে পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। স্ত্রী নাসরিন (৩৬) এবং দুই সন্তান নাফিজা মিম (১৪) ও মাহিতকে (১৩) নিয়ে শহরের সাহেবপাড়া আমিন মোড়ের লিচু বাগান এলাকার বাড়িতে বসবাস করতো সে (মাহমুদ)। ঘটনার দিন শনিবার (২৬ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাতে খাবার না খেয়ে বাড়ির পাশের ঘরে ঘুমাতে যায় সে। পরদিন গতকাল রোববার সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে ঘরের তীরে সঙ্গে নাইলনের রশিতে দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন স্ত্রী নাসরিন। এ সময় তাঁর (স্ত্রী নাসরিন) চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুঁটে আসেন। পরে খবর পেয়ে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে মাহমুদের মরদেহ থানায় নিয়ে আসেন। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
তবে কি কারণে মাহমুদ আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে মাহমুদ ও তার স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য ছিল। তাই স্ত্রীর ওপর ক্ষোভ ও অভিমানে হয়তো আত্মহত্যার করেছে সে।
নিজ বাড়ির এক ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মাহমুদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: