অটোচালিত মিনিবাস চালিয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করেন নন্দীগ্রামের মুসা
যতই দিন যাচ্ছে ততই প্রযুক্তি উন্নতের দিকে ধাবিত হচ্ছে। আগে প্যাডেল চালিত ভ্যানগাড়ি দিয়েই মানুষ চলাচল করত। কিন্তু দিন বদলের পালায় এখন আর কষ্ট করে প্যাডেল চালিত ভ্যানগাড়ি দিয়ে চলাচল করতে হয় না। সুইচ টিপলেই খুব কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছা যায়। এই প্রথম ব্যাটারি চালিত মিনিবাস সার্ভিস চালু করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নন্দীগ্রামের আবু মুছা নামের এক পরিবহন উদ্যোক্তা। নন্দীগ্রামের আঞ্চলিক সড়কে এখন চলছে আবু মুসার ব্যাটারিচালিত একটি ছোট আকারের মিনিবাস। গত রবিবার (২৭এপ্রিল) সকালে উপজেলার ‘নন্দীগ্রাম টু দাসগ্রাম, আঞ্চলিক সড়কে এই মিনিবাস দেখা যায়। বাসভরা যাত্রী নিয়ে ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। গাড়ির মালিক আবু মুছা জানান, তিনিই প্রথম এই ধরণের মিনিবাস নন্দীগ্রামে চালু করেছেন।
গাড়িটি তৈরি করতে মোট খরচ হয়েছে তার পাঁচ লাখ টাকা। এটি প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটার চলে। দিনে ১ হাজার ৫শ’ টাকার বেশি ভাড়া হয়। ব্যাটারী চার্জ দিতে খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। এ গাড়িটি দেখতে অনেকেই ভিড় করছেন। ১২ সিট বিশিষ্ট এই মিনিবাসটি আকারে ছোট হলেও সুবিধার দিক থেকে বেশ উন্নত। ব্যাটারী চালিত হওয়ায় জ্বালানির কোন প্রয়োজন হয় না, ফলে এটি খরচ সাশ্রয়ীও বটে।
চার চাকার ভারসাম্যপূর্ণ কাঠামোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তুলনামুলকভাবে অনেক কম বলেও জানিয়েছেন চালক ও স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ড্রাইভারের জন্য একটি সিট রয়েছে। ওই গাড়িটিতে জানালা ছাড়াও সিটগুলো বেশ আরামদায়ক। এখন আবু মুসার এই মিনিবাস দেখে অনেকেই তা কেনার আগ্রহ প্রকাশ করছে।

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি :