নন্দীগ্রামে দরিদ্রদের মাঝে পিইপির উদ্যোগে বিভিন্ন সহায়তা প্রদান
বগুড়ার নন্দীগ্রামে পিইপির উদ্যোগে ১৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম শহরের বেলঘরিয়াস্থ পিইপির কার্যালয় চত্বরে পিইপির জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান। নন্দীগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, পিইপির জেলা মাঠ সমন্বয়কারী মোঃ সুলতান মাহমুদ, ইউনিয়ন সমন্বয়কারী মোঃ উজ্জল হোসেন প্রমুখ।
১৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল, ঘর মেরামতের টিন, খাদ্য, ছাত্র/ছাত্রীদের পোশাক,শিক্ষা উপকরণ, চিকিৎসা সামগ্রী সহ বিনামূল্যে আরো বেশ কিছু সহায়তা প্রদান করা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি :