ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কাহালুতে আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. শেরে আলম সরদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিন্ড সুপার ভাইজার নুর মোহাম্মাদ ইব্রাহীম খলিল, কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ আল গালিব, বিদায়ী ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।