শাজাহানপুরে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলার সরকারি হাট বাজারের খাজনা উত্তোলনে ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্য বিভিন্ন সময়ে ঘটা অপ্রীতিকর ঘটনাগুলো আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সরকারি ভাবে ইজারা দেওয়া হাট বাজার ব্যতীত কেউ বা কাহারা অবৈধ ভাবে হাট-বাজার বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি হাট-বাজারের ইজারাদারকে দর্শনীয় স্থানে সরকার নির্ধাতি টোল তালিকা টানিয়ে দিতে হবে এবং হাট-বাজারের পেরিফেরী এলাকার বাইরে থেকে টোল আদায় করা যাবেনা মর্মে সিধান্ত গৃহীত হয়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,থানার ওসি ওয়াদুদ আলম, উপজেলা জামাতের আমির আব্দুর রহমান,শাজাহানপুর প্রেসক্লাবের প্রতিনিধি, সুজনের প্রতিনিধি, মানবাধিকারের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ।