নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করার অপরাধে ভ্রাম্যামাণ আদালতে ১জনকে জরিমানা করা হয়েছে। নিজ বাড়িতেই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করছিলেন নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) । সোমবার (২৮এপ্রিল) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করছিলেন আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং ৮০ কেজি মাংস জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো: রাশেদুল ইসলাম। এছাড়াও ওই সময় থানা ফোর্স সহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় উপস্থিত ছিলেন।