নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল

আমন মৌসুমে নন্দীগ্রাম এলএসডিতে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় বগুড়ার নন্দীগ্রামে ৯টি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে নন্দীগ্রাম এলএসডিতে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিলো। এ উপজেলায় লাইসেন্সভুক্ত মোট ১৫টি রাইস মিল রয়েছে। এরমধ্য ৬টি রাইস মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তি করে। বাকি ৯টি রাইস মিল মালিক এই চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তারা হলেন, মেসার্স আকবর এগ্রো অটো রাইস মিল-২ মালিক সোহানুর রহমান, আলতাফুন্নেসা রাইস মিল মালিক হাইস্কুল কাইয়ুম, সরদার চালকল মালিক আহসান বিপ্লব রহিম, অংকন চালকল মালিক শ্রী অজিত চন্দ্র সরকার, সবুজ চালকল মালিক আলহাজ্ব আব্দুল ছালাম, আবির রাইস মিল মালিক আব্দুল আজিজ, মেরিন চালকল মালিক ইদ্রিস আলী, আলহাজ্ব ট্রেডার্স এন্ড চালকল-২ মালিক আব্দুল হাকিম, ভাই ভাই চালকল মালিক-২ মালিক সিরাজুল ইসলাম।
এ উপজেলায় আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ৬৭২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যে উপজেলার চাল কল মালিকদের নন্দীগ্রাম এলএসডিতে চাল সরবরাহের আহবান জানানো হয়। এতে মোট ৬টি রাইস মিল মালিক ৩৪২.৪৫০ মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি সম্পাদন করে। এরমধ্যে ১জন মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হয়ে চুক্তি ভঙ্গ করার তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে রাইস মিল মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক জানান, আমরা ক্ষুদ্র মিলার।
সরকারি চাল সরবরাহের শর্ত এবং সময়সীমা অনেক কঠোর। তারপরেও আমরা কেজিতে তিন টাকা লোকসান দিয়ে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করেছি। নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সরকারকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই। তবে বাস্তবতা বিবেচনা করে সময় ও সুযোগ দিলে ভালো হয়। নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম জানিয়েছেন, নিয়মানুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি থাকবে।