সরাসরি কাহালু বগুড়া নামে সম্প্রচার চাই ---সাবেক এম পি মোশারফ হোসেন

কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন,আমরা রাজশাহী থেকে সম্প্রচার চাই না, সরাসরি কাহালু বগুড়া নামে সম্প্রচার চাই।
তিনি আরও বলেন, বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ী হওয়ায় বগুড়াবাসী দীর্ঘ ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছেন। বেতার কেন্দ্রেটি অভিলম্বে পূর্নাঙ্গ বেতার কেন্দ্রে রুপান্তর করার জোর দাবী জানান। গত মঙ্গলবার বগুড়ার কাহালুর দরগাহাটে অবস্থিত বেতার কেন্দ্রের সামনে কাহালু উপজেলার শত শত নারী পুরুষ অবস্থানকালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। বগুড়ার কাহালু বেতার কেন্দ্র পরিদর্শণে আসেন বাংলাদেশ বেতার এর মহাপরিচালক এ এস এম জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার জনসাধারণবৃন্দ।