সৈয়দপুরে সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা ও নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের েেনতাকর্মী সমর্থকরা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লালবাবু, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মো. একরামুল হক, সুমিত কুমার আগরওয়ালা নিক্কিসহ বিএনপি, বিএনপির অন্যতম নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, যুবদল, ছাত্রদল, েেস্বচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক দুটি মামলায় ঢাকার আদালতে গত মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করেন নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। পরে আইনজীবীদের মাধ্যমে তাঁর জামিনের জন্য আবেদন করা হলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।