সারিয়াকান্দির বালু কান্ডে ৪জন ছুরিকাঘাত

বগুড়া সারিয়াকান্দির বাগবেড় হঠাৎ পাড়া এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ০৪জন ছুরিকাঘাতে আহত হয়েছে। উক্ত আহত ব্যক্তিরা পৌর এলাকার বাগবেড় গ্রামের মেহেদী হাসান (১৬), শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) ও আমজাদ মামুন মিয়া (৩৫)। যার মধ্যে মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি ০২জন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, গত কয়েক দিন ধরেই উপজেলার কালিতলায় গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে যমুনা নদীর চরে রাতের আঁধারে বালু উত্তোলন করে বিক্রি করছিলো কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে গত সোমবার রাত ৯টার দিকে সেখানে বালু উত্তোলনে স্থানীয় জমির মালিকরা বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড ও সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় অসাধু বালু ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ০৪জন ব্যক্তি আহত হয়। পরবর্তীতে তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আহত ব্যক্তিদের শারীরিক অবনতি দেখা দিলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। অন্য ০২জন ব্যক্তি সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায় যে, এসব ঘটনার দায় সম্পূর্ণটাই সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের। শুধু তাই নয় পরবর্তীতে যে কোন সংঘাত ও দুর্ঘটনা ঘটলেও দায়ভার তার। কারন সারিয়াকান্দির সকল অবৈধ্য বালু কান্ডের নেতৃত্ব তিনিই দিচ্ছেন। এছাড়া টেন্ডার,ঠিকাদারি, গাছ কর্তনসহ নানা ধরনের ঘটনা গুলোর নেপথ্যেও রয়েছে তিনি।
সাধারণ মানুষদের সাথে দুরব্যবহার করা বর্তমানে তার এক ধরনের নেশায় পরিনত হয়েছে। তিনি এসব অভিযোগকে তোয়াক্কা না করে বিশেষ ক্ষমতা বলে রয়েছেন বহাল তবিয়াতে। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তার নামে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য উপাদ্য। তার নানা অপকর্মের ফিরিস্তি রয়েছে অনেক বড়। এমনকি অত্র এলাকায় উক্ত ইউএনও এর বিরুদ্ধে ঝাড়ু মিছিলও হয়েছে। এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই এলাকায় বড় ধরনের সংঘাত ঘটতে পারে বলে ধারণা করছে আমজনতা।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, উক্ত সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।