বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী সংঘর্ষ-ছুরিকাঘাত ২

বগুড়ায় গত বুধবার বিকাল সাড়ে ৫টার সময় শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়া এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রায় ০২ জন ছুরিকাহতসহ কয়েক জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
এসময় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি’তে বুধবার বেলা সাড়ে ৩টার সময় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি। এই কর্মসূচির বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি অংশ এর নেতাকর্মীরা।
ঘটনা সূত্রে প্রত্যক্ষদর্শীরা জানায় যে, বিকেল ৫টার সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে। এনসিপির নেতা-কর্মীরা তাঁদের বাঁধা দিলে প্রথমে এক পর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে হাতাহাতি ও মারপিট শুরু হয়। এরপর কয়েক দফা সংঘর্ষ হয়। এমনকি সারজিস আলম বক্তব্য দেয়ার সময়ও সমাবেশ স্থলের বাইরে দুই গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে দেখা যায়। এনিয়ে কোন পক্ষের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন যে, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে গত ১৬ বছরে বগুড়া সবদিক থেকে বঞ্চিত হয়েছে। চাকরি, প্রমোশন, অবকাঠামোসহ সব খানেই বৈষম্য করা হয়েছে। বগুড়ার বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়নি, আধুনিক হাসপাতালকে তৃতীয় শ্রেণির প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয় না।
এছাড়াও তিনি আরো বলেন ঢাকা থেকে বগুড়ায় সরাসরি রেল লাইন চালুর দাবিও জানান সারজিস আলম। বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের নাম উল্লেখ করে এই নেতা বলেন, তিনি জেলার ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম ও জেলা ক্রীড়া সংস্থা দখল করেছে। বগুড়ায় এরকম অসংখ্য আওয়ামী দালাল রয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক যুথী অরণ্য প্রীতি। বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম পলক, আবদুল্লাহ আল মুহিন, নাজমুল হক, জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মুশফিক, শহীদ সেলিম মাস্টারের ভাই উজ্জ্বল হোসেন, শহীদ রাতুলের ভাই হামজা প্রমূখসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দরা। পরবর্তীতে সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধসহ তাদের বিচার দাবিতে নানা স্লোগান দেয়।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, সমাবেশ চলাকালে ১৫-২০ জনের একটি দল ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সমাবেশ স্থলে প্রবেশের চেষ্টা করে। এসময় তাদের অপর পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে বের করে দেয়। পরে টিটু মিলনায়তনের বাইরে বেশ কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। উক্ত ঘটনাস্থলে ০২ জনকে ছুরিকাঘাত করা হয় বলেও জানান তিনি।